পিতার সামনে বজ্রপাতে ছেলের মৃত্যু
jugantor
পিতার সামনে বজ্রপাতে ছেলের মৃত্যু

  টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি  

২৭ মার্চ ২০২৩, ০০:৩৯:৫৯  |  অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মিজান হোসেন নামে এক যুবকের পিতার সামনে বজ্রপাতে মৃত্যু হয়েছে।

রোববার বিকাল ৫টার দিকে উপজেলার নয়াগাও বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান হোসেন (২৪) নয়াগাও গ্রামের মনির হাওলাদারের ছেলে।

মিজানের বড় ভাই আল আমিন জানান, বিকালে মিজান ও তার পিতা মনির হাওলাদারসহ কয়েকজনকে নিয়ে তাদের ফসলি জমির আলু তুলছিল মিজান। হঠাৎ করে আকাশে মেঘের গর্জনে বজ্রপাত ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে বজ্রপাতে মিজানের শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। পরে আশেপাশের লোকজন মিজানকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ রাজিব খান জানান, এখনো সংবাদ পাইনি।

পিতার সামনে বজ্রপাতে ছেলের মৃত্যু

 টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 
২৭ মার্চ ২০২৩, ১২:৩৯ এএম  |  অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মিজান হোসেন নামে এক যুবকের পিতার সামনে বজ্রপাতে মৃত্যু হয়েছে। 

রোববার বিকাল ৫টার দিকে উপজেলার নয়াগাও বিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিজান হোসেন (২৪) নয়াগাও গ্রামের মনির হাওলাদারের ছেলে। 

মিজানের বড় ভাই আল আমিন জানান, বিকালে মিজান ও তার পিতা মনির হাওলাদারসহ কয়েকজনকে নিয়ে তাদের ফসলি জমির আলু তুলছিল মিজান। হঠাৎ করে আকাশে মেঘের গর্জনে বজ্রপাত ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে বজ্রপাতে মিজানের শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। পরে আশেপাশের লোকজন মিজানকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ রাজিব খান জানান, এখনো সংবাদ পাইনি।  

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন