কেন্দুয়ায় দুই গ্রামবাসীর মারামারিতে ১ জনের মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৯:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার কেন্দুয়ায় রোয়াইলবাড়ি ইউনিয়নের দুই গ্রামের লোকজনের মধ্যে মারামারিতে আহত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত রমজান মিয়া (৩০) দীগর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
জানা গেছে, সেলু মেশিনের পার্টস নিয়ে রোববার দীগর ও হারারকান্দি গ্রামের লোকজনের মধ্যে বৈঠক-সালিশ হয়। সালিশ চলাকালীন উভয় গ্রামের লোকজনের উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। মারামারিতে কয়েকজন আহত হন।
গুরুতর আহত দীগর গ্রামের রমজানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্হায় সোমবার সন্ধ্যার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, মৃত্যুর সংবাদ পেয়ে পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্হলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
