‘স্যার’ সম্বোধন নিয়ে যুব উন্নয়ন কর্মকর্তার স্ট্যাটাসে তোলপাড়
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল ও মির্জাপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ২২:৫৩:২৫ | অনলাইন সংস্করণ
গত এক সপ্তাহ যাবত ‘স্যার’ সম্বোধন করা নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সরকারি ও বেসরকারি এবং বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন।
সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান বাবুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্যার’ সম্বোধন নিয়ে স্ট্যাটাস দিয়ে ‘বিতর্কিত’ হচ্ছেন। তিনি ‘কবি বাবুল’ নামে ফেসবুকে তার মতামত প্রকাশ করেন। এর পর থেকে তাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইছে।
ওই আইডি থেকে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘স্যার’ সম্বোধন নিয়ে তিনি লেখেন- ‘যিনি হাজারবার চেষ্টা করেও সরকারি চাকরি পাননি, তাদেরই স্যার বলতে কষ্ট লাগে। সরকারি চাকরি পেতে কত কষ্ট, নিয়ে দেখুন।’
স্ট্যাটাসের বিষয়ে আছাদুজ্জামান বাবুল বলেন, স্ট্যাটাস দেওয়াটা আমার ভুল হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। পরে স্ট্যাটাসটি আমি ডিলিট করে ফেলেছি।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, আমরা সবাই প্রজাতন্ত্রের সেবক। সবাইকে এটা মানতে হবে। আমাদের কাজ সেবা দেওয়া।
এ বিষয়ে টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম বলেন, বিষয়টি আমি শুনেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়া যার যার ব্যক্তিগত অভিমত। এমন স্ট্যাটাস দেওয়া আছাদুজ্জামান বাবুলের ঠিক হয়নি। এ বিষয়ে আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘স্যার’ সম্বোধন নিয়ে যুব উন্নয়ন কর্মকর্তার স্ট্যাটাসে তোলপাড়
গত এক সপ্তাহ যাবত ‘স্যার’ সম্বোধন করা নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সরকারি ও বেসরকারি এবং বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন।
সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান বাবুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্যার’ সম্বোধন নিয়ে স্ট্যাটাস দিয়ে ‘বিতর্কিত’ হচ্ছেন। তিনি ‘কবি বাবুল’ নামে ফেসবুকে তার মতামত প্রকাশ করেন। এর পর থেকে তাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইছে।
ওই আইডি থেকে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘স্যার’ সম্বোধন নিয়ে তিনি লেখেন- ‘যিনি হাজারবার চেষ্টা করেও সরকারি চাকরি পাননি, তাদেরই স্যার বলতে কষ্ট লাগে। সরকারি চাকরি পেতে কত কষ্ট, নিয়ে দেখুন।’
স্ট্যাটাসের বিষয়ে আছাদুজ্জামান বাবুল বলেন, স্ট্যাটাস দেওয়াটা আমার ভুল হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। পরে স্ট্যাটাসটি আমি ডিলিট করে ফেলেছি।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, আমরা সবাই প্রজাতন্ত্রের সেবক। সবাইকে এটা মানতে হবে। আমাদের কাজ সেবা দেওয়া।
এ বিষয়ে টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম বলেন, বিষয়টি আমি শুনেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়া যার যার ব্যক্তিগত অভিমত। এমন স্ট্যাটাস দেওয়া আছাদুজ্জামান বাবুলের ঠিক হয়নি। এ বিষয়ে আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলব।