খুলনায় হেলালসহ বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
খুলনা ব্যুরো
০২ এপ্রিল ২০২৩, ১৪:২৯:০২ | অনলাইন সংস্করণ
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে খুলনায় বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার দিবাগত রাতে খুলনা সদর থানায় এসআই অজিত কুমার দাস বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন— বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলার আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, কেন্দ্রীয় যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ৭০০-৮০০ নেতাকর্মী।
প্রসঙ্গত, শনিবার মহানগর বিএনপির অফিসের সামনে কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির ১৫-২০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
খুলনায় হেলালসহ বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে খুলনায় বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার দিবাগত রাতে খুলনা সদর থানায় এসআই অজিত কুমার দাস বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন— বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলার আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, কেন্দ্রীয় যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ৭০০-৮০০ নেতাকর্মী।
প্রসঙ্গত, শনিবার মহানগর বিএনপির অফিসের সামনে কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির ১৫-২০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।