সড়কে প্রাণ গেল বাবা-মেয়েসহ ৩ জনের

 চৌদ্দগ্রাম দ. (কুমিল্লা) প্রতিনিধি 
২১ এপ্রিল ২০২৩, ১০:১৮ পিএম  |  অনলাইন সংস্করণ

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার  বাতিশা ইউনিয়নের কালিকাপুর ও গোলপাশা ইউনিয়নের বাবুর্চি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সকাল ১১টায় ভ্যানগাড়ি থেকে কাপড় কেনার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই আছমা আক্তার মুন্নী (৫০) নামে এক নারীর মৃত্যু হয়। নিহত মুন্নী উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের বজলুর রহমানের স্ত্রী।

এছাড়া দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার পিছন থেকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে রিকশাতে থাকা স্বামী স্ত্রী ও শিশু কন্যা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিলে শাকিল হোসেনকে (২৬) মৃত ঘোষণা করেন। পরে শাকিলের স্ত্রী এবং শিশু কন্যাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে শিশু কন্যাটির মৃত্যু হয়। 

গুরুতর আহত স্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল এ ভর্তি আছে বলে জানা গেছে। নিহত শাকিল উপজেলার গোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের শাহ আলমের ছেলে। 
 
পৃথক দুটি সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি লোকমান হোসেন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন