মৃত্যুর সঙ্গে ৫ দিন পাঞ্জা লড়ে না ফেরার দেশে নবনির্বাচিত চেয়ারম্যান
কুমিল্লায় অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অগ্নিদগ্ধ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হাজি মো. শাহজালাল (৫২)। তিনি জেলার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
নির্বাচিত হওয়ার ৪ মাস ২৯ দিন পর নিজ বাসভবনে অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
গত বছর ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীকে শাহজালাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয়রা জানান, শাহজালাল গত ঈদুল ফিতরের পরের দিন তার নিজ বাসভবনে অগ্নিদগ্ধ হন। গত পাঁচ দিন ধরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আরেফিন বলেন, ওনার মৃত্যুতে আমরাও শোকাহত। যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি এখন শূন্য, তাই নিয়ম অনুযায়ী পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।
মৃত্যুর সঙ্গে ৫ দিন পাঞ্জা লড়ে না ফেরার দেশে নবনির্বাচিত চেয়ারম্যান
কুমিল্লা ব্যুরো
২৭ এপ্রিল ২০২৩, ১৫:৫৬:৩০ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অগ্নিদগ্ধ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হাজি মো. শাহজালাল (৫২)। তিনি জেলার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
নির্বাচিত হওয়ার ৪ মাস ২৯ দিন পর নিজ বাসভবনে অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
গত বছর ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীকে শাহজালাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয়রা জানান, শাহজালাল গত ঈদুল ফিতরের পরের দিন তার নিজ বাসভবনে অগ্নিদগ্ধ হন। গত পাঁচ দিন ধরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আরেফিন বলেন, ওনার মৃত্যুতে আমরাও শোকাহত। যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি এখন শূন্য, তাই নিয়ম অনুযায়ী পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023