ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

 ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 
০৭ মে ২০২৩, ১১:০৪ পিএম  |  অনলাইন সংস্করণ

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানা পুলিশ মানিক হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার তাকে গ্রেফতারের পর রোববার আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, পৌর এলাকার ভাটিয়ালপুর এলাকার বখাটে যুবক মানিক হোসেন শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে তার বসতঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে ছাত্রীর মা রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ তাকে আটক করে।

ফরিদগঞ্জ থানার ওসি আ. মান্নান জানান, ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। শনিবার তাকে আটকের পর গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন