পোষা হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের
মৌলভীবাজারের জুড়ী উপজেলার চুঙ্গাবাড়ি এলাকা থেকে হাতি আনতে গিয়ে আক্রমণে কুলাউড়া উপজেলার রাসেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধায় জুড়ী উপজেলার চুঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত রাসেল মিয়া (৪০) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের প্রয়াত শহীদ মিয়ার ছেলে।
রাসেলের সঙ্গে থাকা আরেক সহকর্মী চিনু মিয়া জানান, জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় তারা রোববার সন্ধ্যার দিকে হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন। এ সময় কুলাউড়া থেকে হাতি নিতে আসা রাসেল হাতির সামনে গেলে হাতিটি তাকে আক্রমণ করে। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেন বলেন, গতকাল রাত ২টায় লাশ জুড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোষা হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
০৮ মে ২০২৩, ১৩:৪৩:৩৬ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার চুঙ্গাবাড়ি এলাকা থেকে হাতি আনতে গিয়ে আক্রমণে কুলাউড়া উপজেলার রাসেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধায় জুড়ী উপজেলার চুঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত রাসেল মিয়া (৪০) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের প্রয়াত শহীদ মিয়ার ছেলে।
রাসেলের সঙ্গে থাকা আরেক সহকর্মী চিনু মিয়া জানান, জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় তারা রোববার সন্ধ্যার দিকে হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন। এ সময় কুলাউড়া থেকে হাতি নিতে আসা রাসেল হাতির সামনে গেলে হাতিটি তাকে আক্রমণ করে। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেন বলেন, গতকাল রাত ২টায় লাশ জুড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023