খালের মাটি চুরির অভিযোগে ৭ জনকে জরিমানা

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
১১ মে ২০২৩, ০৫:১৮ এএম  |  অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের দড়িগাও এলাকায় সিংহ খালের খনন করা মাটি চুরির অভিযোগে ৭ জনকে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে ঘটনাস্থলে অভিযান চালান কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে মাটি চুরির সময় হাতে নাতে ৭ জনকে আটক করা হয়।

এছাড়াও চুরি করা মাটি বহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদের ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান বলেন, তারা নিজেদের ভুল স্বীকার করেছেন এবং এমন কাজ না করার শর্তে মুচলেকায় জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন