ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আরও এক নেতার মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
২৬ মে ২০২৩, ১৩:১৬:২৭ | অনলাইন সংস্করণ
নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত ছাত্রদল নেতা আশরাফুল মারা গেছে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন তার মৃত্যু হয়।
এর আগে দুপক্ষের সংঘর্ষের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) মারা যান।
তবে এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। নিহত জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) আলাউদ্দিনের ছেলে। অপর নিহত সাঠিরপাড়া এলাকার নাজমুল হকের ছেলে আশরাফুল।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে দুজন সাদেকুর রহমান ও আশরাফুল আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদেকুর রহমান মারা যান। এর একদিন পর শুক্রবার সকালে অপর ছাত্রদল নেতা আশরাফুল মারা যান।
ছাত্রদল নেতা তুষার জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রথমে সাদেক মারা যান। পরে আজ সকালে আশরাফুলও মারা যায়। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদল নেতা আশরাফুল চিকিৎসাধীন মারা যান। এর আগে বৃহস্পতিবার রাতে সাদেকুর মারা যান। দুজনের মরদেহই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ হস্তান্তর করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আরও এক নেতার মৃত্যু
নরসিংদীতে ছাত্রদলের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত ছাত্রদল নেতা আশরাফুল মারা গেছে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন তার মৃত্যু হয়।
এর আগে দুপক্ষের সংঘর্ষের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) মারা যান।
তবে এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। নিহত জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) আলাউদ্দিনের ছেলে। অপর নিহত সাঠিরপাড়া এলাকার নাজমুল হকের ছেলে আশরাফুল।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে দুজন সাদেকুর রহমান ও আশরাফুল আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদেকুর রহমান মারা যান। এর একদিন পর শুক্রবার সকালে অপর ছাত্রদল নেতা আশরাফুল মারা যান।
ছাত্রদল নেতা তুষার জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রথমে সাদেক মারা যান। পরে আজ সকালে আশরাফুলও মারা যায়। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রদল নেতা আশরাফুল চিকিৎসাধীন মারা যান। এর আগে বৃহস্পতিবার রাতে সাদেকুর মারা যান। দুজনের মরদেহই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ হস্তান্তর করা হবে।