Logo
Logo
×

সারাদেশ

তেলের লরি চাপায় পিতা-পুত্রের মৃত্যু

Icon

পূবাইল ও পূর্বাচল প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১২:৩০ এএম

তেলের লরি চাপায় পিতা-পুত্রের মৃত্যু

গাজীপুর মহানগরের পূবাইল থানার মিরেরবাজার এলাকায় তেলের লরি চাপায় পিতা ও পুত্র নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে মিরের বাজার রেলগেট এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের শ্রীবরদী থানার ঝালকাটা এলাকার জলিল হোসেন (৫৫) এবং তার ছেলে শহিদ (১৪)। তাদের মধ্যে শহিদ শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তারা ভিক্ষাবৃত্তি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জলিল হোসেন তার ছেলে শহিদকে হুইল চেয়ারে বসিয়ে মিরের বাজার এলাকায় সড়কে ঘুরে বিভিন্ন গাড়ি থেকে ভিক্ষাবৃত্তি করতেন। শুক্রবার বিকালে তারা মিরের বাজার রেলগেট এলাকায় ভিক্ষাবৃত্তি করার সময় উলোখোলাগামী একটি তেলের লরির চাকার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম যুগান্তরকে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লরি হেফাজতে আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম