১২ বছরের শিশুকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে অপহরণ

 ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
২৭ মে ২০২৩, ০১:১৩ এএম  |  অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২বছর বয়সী এক শিশু কন্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে তাকে অপহরণ করেছে ইয়াসিন নামে এক যুবক। অপহরণের একদিন পর অভিযোগ পেয়ে শুক্রবার সন্ধ্যায় পুলিশ ইয়াসিনকে (২২) গ্রেফতার করে শিশুটিকে উদ্ধার করেছে।

গ্রেফতারকৃত ইয়াসিন কুমিল্লা জেলার হোমনা থানার বাওলাকান্দি চাঁনপুর গ্রামের মালেক মিয়ার ছেলে। তিনি বাবা মায়ের সঙ্গে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় ইলিয়াস সরদারের বাসায় ভাড়া থাকেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, রাজমিস্ত্রির ১২ বছর বয়সের শিশু কন্যা ফতুল্লার প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে ইয়াসিন শিশুটিকে প্রেমের প্রস্তাব দিতেন। এতে শিশুটি তার বাবা মাকে বিষয়টি জানালে তারা ইয়াসিনকে বিরক্ত করতে নিষেধ করেন। ইয়াসিন তাদের নিষেধ না মেনে বৃহস্পতিবার বিকালে বাড়ির কাছ থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর এদিন রাত সাড়ে ১০টায় শিশুর বাবাকে ফোন করে জানায় তার মেয়েকে ইয়াসিন বিয়ে করবে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক অভিযান ফতুল্লার মাসদাইর এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন