পোড়া তেল ব্যবসার দ্বন্দ্বে ক্যাপ রোমানের মৃত্যু

 বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
২৭ মে ২০২৩, ০৬:১৪ এএম  |  অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের বন্দরে পোড়া তেল ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাপ রোমান ও অনিক গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ক্যাপ রোমানের (৩৬) মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারের মরহুম রশীদ সরদার মার্কেটের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ক্যাপ রোমান নাসিক ১৯নং ওয়ার্ডের বন্দরের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

শুক্রবার রাতে পুলিশ ঘারমোড়া এলাকা থেকে চারজনকে গ্রেফতার করেছে।

এ দিকে  সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বন্দর থানার ওসি মো. আবু বকর সিদ্দিকসহ থানা পুলিশের একাধিক টিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

এলাকাবাসী জানান, পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বন্দর উপজেলার ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ মিয়ার ছেলে অনিক গ্রুপের সঙ্গে মদনগঞ্জ সৈয়লবাড়ী ঘাট এলাকার আদু মিয়ার ছেলে ক্যাপ রোমান গ্রুপের দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল। পোড়া তেলের ব্যবসা নিয়ে এর আগেও দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়।

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ক্যাপ রোমান গ্রুপের লোকেরা বৃহস্পতিবার অনিক গ্রুপের একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। অনিক শুক্রবার রাতে ২০-২৫ জন সহযোগী নিয়ে মোবাইল ফেরত আনতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এর মধ্যে ক্যাপ রোমানকে উপর্যুপরি কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। এলাকাবাসী জখম অবস্থায় ক্যাপ রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন