হাতকড়া নিয়ে ভারতে পালাল আসামি!

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
২৮ মে ২০২৩, ১০:৫১ এএম  |  অনলাইন সংস্করণ

হাতকড়া নিয়ে পালিয়েছে মাসুদ রানা (২৮) নামে এক মাদক মামলার আসামি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ মাসুদকে নিয়ে মাদক উদ্ধার অভিযানে গেলে এ ঘটনা ঘটে। 

তবে এখন পর্যন্ত মাসুদকে গ্রেফতার অথবা হাতকড়া উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, হাতকড়া নিয়ে ভারতে পালিয়ে গেছে মাসুদ। 

আসামি মাসুদ রানা সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের সীমান্তবর্তী কোদালকাটি জেলাপাড়ার নাজিবুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মাসুদ রানাকে আটক করেন বিজিবি পোলাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা। পরে পুলিশ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত আসামির মোবাইলে অনেক হেরোইনের ছবি দেখা যায়। রাতে তাকে সঙ্গে নিয়ে দুর্গম চরাঞ্চল সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে স্কুলপাড়ার একটি পাঠখড়ির মাচা থেকে ১ কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করে। সে সময় মাসুদের দুই হাতে একটি হ্যান্ডকাফ লাগানো ছিল। 

পুলিশের দাবি, ফেরার পথে ভোর ৫টার দিকে জেলেপাড়ার একটি লিচুবাগানে কাদার মধ্যে পা পিছলে পড়ে যায়। এ সুযোগে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে মাসুদ হ্যান্ডকাফ নিয়েই দৌড়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে যায়। এর পর পুলিশ পিছু নিলেও তাকে ধরতে পারেনি। 

অভিযানে ছিলেন এসআই মাহবুবুর রহমান, এসআই জালাল উদ্দীন, এসআই নাসির উদ্দীন, এএসআই নয়ন কৃষ্ণ হোড়, এএসআই আব্দুল কাদেরসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য।

এদিকে ঘটনার পর পরই পুলিশ তার সন্ধানে অভিযানে নামে। কিন্তু গত তিন দিনেও তাকে গ্রেফতার করেত পারেনি পুলিশ। ওই আসামি এখন পর্যন্ত নিরুদ্দেশ। পুলিশের ধারণা, সে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে। 

পুলিশ জানিয়েছে, আসামির বাবা নাজিবুল ইসলামও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তিনি এখন ভারতে পালিয়ে আছেন। তার আপন ছোটভাই ও খালাতো ভাই সবাই মাদক কারবারে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম জানান, এর আগেও সে ভারতে অবস্থান করত। তার বাবাও সেখানে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী আমরা ধারণা করছি, মাসুদ রানা ভারতে পালিয়ে গিয়ে থাকতে পারে। তবে তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন