বিশাল বহর নিয়ে জাতির পিতার সমাধিতে গাজীপুরের নতুন মেয়র

 যুগান্তর ডেস্ক 
২৮ মে ২০২৩, ০৩:২৭ পিএম  |  অনলাইন সংস্করণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। রোববার বেলা ১২টায় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জায়েদা খাতুনের সঙ্গে জাতির পিতার সমাধিতে ফুল দেন ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ কয়েক হাজার নেতাকর্মী ।

এর আগে বিশাল গাড়ি বহর নিয়ে রোববার সকালে গাজীপুর নিজ বাসবভন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন জায়েদা। দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছে কাউন্সিলর ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন জায়েদা।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন