একই আচরণের জন্য তাকেও প্রস্তুত থাকতে হবে: বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘খালেদা জিয়াকে সাজানো মামলায় করাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনা যে আচরণ খালেদা জিয়ার সঙ্গে করেছেন, সেই একই আচরণের জন্য তাকেও প্রস্তুত থাকতে হবে। এর প্রত্যুত্তর জনগণ তাকে দেবে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন চলবে। হাজার নেতাকর্মী শহিদ হলেও এ আন্দোলন থামবে না।’
রোববার বিকালে চট্টগ্রাম নগরীতে সাতটি থানার উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু হয়ে পদযাত্রা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে বহদ্দারহাটে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী যোগ দেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। চিনির দাম, পেঁয়াজের দাম, আদা, তেল গ্যাস ও বিদ্যুতের যে আকাশচুম্বি দাম তাতে মানুষ দিশেহারা। দেশে মাফিয়া সৃষ্টি করা হয়েছে। ১৫-২০ জন মানুষকে দেশের অর্থ লুণ্ঠনের সুযোগ করে দেওয়া হয়েছে। এর বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। শেখ হাসিনার কেবিনেটের একজন প্রতিমন্ত্রী কামাল মজুমদার যুগান্তর পত্রিকায় তার সাক্ষাতকারে বলেছেন, তার লজ্জা হয় এই কেবিনেটে থাকতে।’
বিএনপি নেতা বলেন, ‘দেশ আজকে কিভাবে চলছে মানুষ জানে না। সারা পৃথিবীর মানুষ বলছে বাংলাদেশে একটি অবৈধ অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে। এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব- সেই লক্ষ্যে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনব।’
‘সেই লক্ষ্যে গত বছরের ২২ আগস্ট থেকে আমাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামের যে ঘোষণা দিয়েছেন, তাতে এ পর্যন্ত বিএনপির ১৭ জন ভাই বুকের তাজা রক্ত দিয়েছেন। এরপরও আন্দোলন থেমে নেই। হাজার নেতাকর্মী শাহাদাত বরণ করলেও আমাদের আন্দোলন থামবে না। যতদিন ভোটের অধিকার ফিরে না পাব, ততদিন আন্দোলন চলবে।’
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দীন, সদস্য ব্যারিস্টার মীর হেলাল, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।
একই আচরণের জন্য তাকেও প্রস্তুত থাকতে হবে: বুলু
চট্টগ্রাম ব্যুরো
২৮ মে ২০২৩, ২৩:০৫:০৪ | অনলাইন সংস্করণ
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘খালেদা জিয়াকে সাজানো মামলায় করাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনা যে আচরণ খালেদা জিয়ার সঙ্গে করেছেন, সেই একই আচরণের জন্য তাকেও প্রস্তুত থাকতে হবে। এর প্রত্যুত্তর জনগণ তাকে দেবে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন চলবে। হাজার নেতাকর্মী শহিদ হলেও এ আন্দোলন থামবে না।’
রোববার বিকালে চট্টগ্রাম নগরীতে সাতটি থানার উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু হয়ে পদযাত্রা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে বহদ্দারহাটে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী যোগ দেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। চিনির দাম, পেঁয়াজের দাম, আদা, তেল গ্যাস ও বিদ্যুতের যে আকাশচুম্বি দাম তাতে মানুষ দিশেহারা। দেশে মাফিয়া সৃষ্টি করা হয়েছে। ১৫-২০ জন মানুষকে দেশের অর্থ লুণ্ঠনের সুযোগ করে দেওয়া হয়েছে। এর বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। শেখ হাসিনার কেবিনেটের একজন প্রতিমন্ত্রী কামাল মজুমদার যুগান্তর পত্রিকায় তার সাক্ষাতকারে বলেছেন, তার লজ্জা হয় এই কেবিনেটে থাকতে।’
বিএনপি নেতা বলেন, ‘দেশ আজকে কিভাবে চলছে মানুষ জানে না। সারা পৃথিবীর মানুষ বলছে বাংলাদেশে একটি অবৈধ অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে। এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব- সেই লক্ষ্যে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনব।’
‘সেই লক্ষ্যে গত বছরের ২২ আগস্ট থেকে আমাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামের যে ঘোষণা দিয়েছেন, তাতে এ পর্যন্ত বিএনপির ১৭ জন ভাই বুকের তাজা রক্ত দিয়েছেন। এরপরও আন্দোলন থেমে নেই। হাজার নেতাকর্মী শাহাদাত বরণ করলেও আমাদের আন্দোলন থামবে না। যতদিন ভোটের অধিকার ফিরে না পাব, ততদিন আন্দোলন চলবে।’
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দীন, সদস্য ব্যারিস্টার মীর হেলাল, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023