নগদ অর্থ পেল অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার
নীলফামারী জেলা সদরে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর তার নীলফামারীর বাস ভবনের সামনে এসব টিন ও অর্থ বিতরণ করেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘নীলফামারীতে অগ্নিকাণ্ড বেশি ঘটছে। আমরা মানুষকে সচেতন করতে মাইকিং করেছি, লিফলেট বিতরণ করেছি, আগুন ঠেকানো যাচ্ছে না। এক ঘণ্টার অগ্নিকাণ্ডে সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। আমরা সামান্য কিছু দেই, কিন্তু সেটা ক্ষতির তুলনায় কিছুই না। এটা শুধু আপনাদের পাশে দাঁড়ানো, এটা কোনো সমাধান না। আগুন যাতে না লাগে সে ব্যাপারে সচেতন হতে হবে।’
বিদ্যুৎ ব্যবহারে অসচেতনতা থেকে অগ্নিকাণ্ড ঘটছে উল্লেখ করে তিনি বলেন, ‘কম দামের তার, আর কম দামের মিস্ত্রি দুটোই সমস্যা। আপনারা যারা বিদ্যুৎ নেবেন, তারা ভালো তার নেবেন, ভালো মিস্ত্রি নেবেন।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, দীপক চক্রবর্তী প্রমুখ।
নগদ অর্থ পেল অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার
নীলফামারী প্রতিনিধি
২৮ মে ২০২৩, ২৩:০৮:০২ | অনলাইন সংস্করণ
নীলফামারী জেলা সদরে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর তার নীলফামারীর বাস ভবনের সামনে এসব টিন ও অর্থ বিতরণ করেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘নীলফামারীতে অগ্নিকাণ্ড বেশি ঘটছে। আমরা মানুষকে সচেতন করতে মাইকিং করেছি, লিফলেট বিতরণ করেছি, আগুন ঠেকানো যাচ্ছে না। এক ঘণ্টার অগ্নিকাণ্ডে সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। আমরা সামান্য কিছু দেই, কিন্তু সেটা ক্ষতির তুলনায় কিছুই না। এটা শুধু আপনাদের পাশে দাঁড়ানো, এটা কোনো সমাধান না। আগুন যাতে না লাগে সে ব্যাপারে সচেতন হতে হবে।’
বিদ্যুৎ ব্যবহারে অসচেতনতা থেকে অগ্নিকাণ্ড ঘটছে উল্লেখ করে তিনি বলেন, ‘কম দামের তার, আর কম দামের মিস্ত্রি দুটোই সমস্যা। আপনারা যারা বিদ্যুৎ নেবেন, তারা ভালো তার নেবেন, ভালো মিস্ত্রি নেবেন।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, দীপক চক্রবর্তী প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023