‘দেশে ৬১ লাখ আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষাসহ উন্নয়নমূলক কাজে নিয়োজিত’
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বলেছেন, দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬১ লাখ সদস্য আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত। তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এ বিশাল জনগোষ্ঠীকে প্রশিক্ষিত জনশক্তিতে পরিণত করার কাজ চলছে।
অতিরিক্ত মহাপরিচালক রোববার পাবনায় মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের ৬০ দিনব্যাপী সেলাই, ফ্যাশন ও নকশীকাঁথা তৈরি প্রশিক্ষণ শিবির পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ তৃণমূল পর্যায়ে নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন, নারীর ক্ষমতায়নসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। সংগঠনের নারী সদস্যরা এ প্রশিক্ষণ নিয়ে প্রতিযোগিতামূলক পেশায় আত্মনিয়োগ করে জাতীয় অর্থনৈতিক ক্ষেত্রেও অবদান রাখতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা কমান্ড্যান্ট মো. সাজ্জাদ মাহমুদ, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. শাহ আলম, সার্কেল অ্যাডজুট্যান্ট আসিফ ইকবাল, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে পাবনা, সিরাজগঞ্জ এবং বগুড়া জেলার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
‘দেশে ৬১ লাখ আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষাসহ উন্নয়নমূলক কাজে নিয়োজিত’
পাবনা প্রতিনিধি
২৮ মে ২০২৩, ২৩:১০:১২ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বলেছেন, দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬১ লাখ সদস্য আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত। তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এ বিশাল জনগোষ্ঠীকে প্রশিক্ষিত জনশক্তিতে পরিণত করার কাজ চলছে।
অতিরিক্ত মহাপরিচালক রোববার পাবনায় মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের ৬০ দিনব্যাপী সেলাই, ফ্যাশন ও নকশীকাঁথা তৈরি প্রশিক্ষণ শিবির পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ তৃণমূল পর্যায়ে নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন, নারীর ক্ষমতায়নসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। সংগঠনের নারী সদস্যরা এ প্রশিক্ষণ নিয়ে প্রতিযোগিতামূলক পেশায় আত্মনিয়োগ করে জাতীয় অর্থনৈতিক ক্ষেত্রেও অবদান রাখতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা কমান্ড্যান্ট মো. সাজ্জাদ মাহমুদ, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. শাহ আলম, সার্কেল অ্যাডজুট্যান্ট আসিফ ইকবাল, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে পাবনা, সিরাজগঞ্জ এবং বগুড়া জেলার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023