সরকারি হাসপাতাল আয়ের স্থান না: চিকিৎসকদের হুইপ
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী কর্তব্যরত ডাক্তারদের উদ্দেশে বলেছেন, সরকারি হাসপাতাল আয়ের স্থান না। এখানে চাকরি করতে হলে সেবা দিতেই হবে। হাসপাতালে রোগীদের ওষুধ ও স্যালাইন সরকার থেকে পর্যাপ্ত দেয়া না হলে তিনি তার পক্ষ থেকে বিনামূল্যে সরবরাহ দেবেন বলে ঘোষণা দেন।
সোমবার বিকালে পটিয়া হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
হুইপ বলেন, পটিয়া হাসপাতাল এলাকা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ট্যাক্স পাবে না পৌরসভা। পৌরসভাকে শুধু শুধু ট্যাক্স না দিয়ে প্রয়োজনে হাসপাতালের পক্ষ থেকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা ও প্রয়োজনীয় বিদ্যুতায়নের কাজ করা হবে।
পটিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা জেরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই সার্বিক চিত্র উপস্থাপন করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, মুক্তিযোদ্ধা আহমদ নবী, কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ সেন, নুরুল আবছার, আওয়ামীলীগ নেতা আবদুল খালেক, সাংবাদিক আবদুর রাজ্জাক, আবদুল হাকিম রানা ও আবেদ আমিরী প্রমুখ।
এর আগে সামশুল হক চৌধুরী যারা ঘর থেকে হাসপাতালে আসার মতো আর্থিক ও শারীরিক সক্ষমতা নেই তাদের বিনা খরচে হাসপাতালে নেয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। ঘরে বসে পটিয়া হাসপাতালের জরুরি বিভাগে ফোন দিলেই বাড়ি থেকে রোগী নিয়ে আসছে বেসরকারি অ্যাম্বুলেন্স। ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্স, চালক ও গাড়ির তেলসহ গরিব রোগীদের যাতায়াত খরচ বহন করছেন এমপি সামশুল হক।
সরকারি হাসপাতাল আয়ের স্থান না: চিকিৎসকদের হুইপ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২৯ মে ২০২৩, ২৩:০১:১৯ | অনলাইন সংস্করণ
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী কর্তব্যরত ডাক্তারদের উদ্দেশে বলেছেন, সরকারি হাসপাতাল আয়ের স্থান না। এখানে চাকরি করতে হলে সেবা দিতেই হবে। হাসপাতালে রোগীদের ওষুধ ও স্যালাইন সরকার থেকে পর্যাপ্ত দেয়া না হলে তিনি তার পক্ষ থেকে বিনামূল্যে সরবরাহ দেবেন বলে ঘোষণা দেন।
সোমবার বিকালে পটিয়া হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
হুইপ বলেন, পটিয়া হাসপাতাল এলাকা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ট্যাক্স পাবে না পৌরসভা। পৌরসভাকে শুধু শুধু ট্যাক্স না দিয়ে প্রয়োজনে হাসপাতালের পক্ষ থেকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা ও প্রয়োজনীয় বিদ্যুতায়নের কাজ করা হবে।
পটিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা জেরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই সার্বিক চিত্র উপস্থাপন করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, মুক্তিযোদ্ধা আহমদ নবী, কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ সেন, নুরুল আবছার, আওয়ামীলীগ নেতা আবদুল খালেক, সাংবাদিক আবদুর রাজ্জাক, আবদুল হাকিম রানা ও আবেদ আমিরী প্রমুখ।
এর আগে সামশুল হক চৌধুরী যারা ঘর থেকে হাসপাতালে আসার মতো আর্থিক ও শারীরিক সক্ষমতা নেই তাদের বিনা খরচে হাসপাতালে নেয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। ঘরে বসে পটিয়া হাসপাতালের জরুরি বিভাগে ফোন দিলেই বাড়ি থেকে রোগী নিয়ে আসছে বেসরকারি অ্যাম্বুলেন্স। ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্স, চালক ও গাড়ির তেলসহ গরিব রোগীদের যাতায়াত খরচ বহন করছেন এমপি সামশুল হক।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023