প্রবাসী ব্যারিস্টারের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, ২ নারীসহ আটক ৪

 ধামরাই (ঢাকা) প্রতিনিধি 
০২ জুন ২০২৩, ১০:১২ এএম  |  অনলাইন সংস্করণ

ঢাকার ধামরাইয়ে প্রবাসী ব্যারিস্টারের বাড়িতে মিনি পতিতালয় বানিয়ে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জনতার হাতে আটক হয়েছেন দুই যুবক ও দুই নারী। পরে তাদের চারজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কসলয়মপুর বাজার এলাকার কাঠপট্টি তিন রাস্তার মোড়ে খুরশেদ আলম নামে লন্ডন প্রবাসী এক ব্যারিস্টারের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।  

আটককৃতরা হলেন— আল আমিন হোসেন, জাহাঙ্গীর আলম, পপি আক্তার ও সাথী আক্তার। আল আমিন ও জাহাঙ্গীরের বাড়ি মানিকগঞ্জ জেলার সদর থানার লেবুবাড়ী ইউনিয়ন সদরে। আর পপি ও সাথী আক্তারের বাড়ি সাটুরিয়া এলাকায়।

স্থানীয়রা জানান, লন্ডন প্রবাসী ওই ব্যারিস্টারের বাড়িতে পপি ও সাথী ভাড়া নিয়ে মিনি পতিতালয় বানিয়ে দেহব্যবসা করে আসছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই বাড়িতে দুই যুবককে ঢুকতে দেখে এলাকাবাসী তাদের আটক করে। তারা প্রথমে ভাইবোন ও পরে স্বামী স্ত্রীর পরিচয় দিলে এলাকাবাসীর সন্দেহ হয়। 

পরে তারা বিষয়টি ধামরাই থানার ওসি পুলিশ পরিদর্শক হারুণ অর রশীদের কাছে অবহিত করেন। এর পর তিনি ঘটনাস্থলে এসআই তৈমুরকে পাঠালে জনতার হাতে আটক চারজনকে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে এসআই তৈমুর বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক চারজনকে থানায় নিয়ে আসি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন