পেট জোড়া লাগানো যমজ শিশুর জন্ম

 যুগান্তর প্রতিবেদন, বরগুনা 
০৭ জুন ২০২৩, ১১:৪২ পিএম  |  অনলাইন সংস্করণ

বরগুনায় জোড়া লাগানো যমজ দুই কন্যাশিশুর জন্ম হয়েছে। তাদের একজনের সঙ্গে আরেক জনের পেট জোড়া লাগানো রয়েছে। বরগুনা শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন হয়েছে। জোড়া লাগানো শিশুকন্যাদের দেখার জন্য অসংখ্য নারী পুরুষের ভিড় জমে। শিশু কন্যাদ্বয় ও প্রসূতি মা সুস্থ আছে। 

জানা যায়, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য কাজিরাবাদ গ্রামের তৈরি পোশাক কর্মী বাদশার স্ত্রী মাহামুদা আক্তার অসুস্থ বোধ করলে বুধবার সকালে বরগুনা পশু হাসপাতাল সড়কে শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী মেডিকেল কলেজের গাইনি ও শিশু বিভাগের প্রধান ডাক্তার ফাতেমা ডরোথি এবং ডাক্তার শিলা সমন্বয়ে সিজারিয়ান অপারেশন করেন। প্রায় দেড় ঘণ্টা অপারেশন শেষে পেটে জোড়া শিশু দুইটি সুস্থ অবস্থায় বের করেন।

ডা. ফাতেমা ডরোথি বলেন, শিশু দুইটি আপাতত সুস্থ আছেন। স্বাভাবিক নড়াচড়া করে। তবে জোড়া বিচ্ছিন্ন করতে হলে ঢাকা বা বিদেশে নিয়ে অপারেশন করাতে হবে। 

শিশুদের মামা তরিকুল ইসলাম রোকন বলেন, তার ভগিনীপতি বাদশার আর্থিক অবস্থা বেশি ভালো নয়। জোড়া লাগানো যমজ শিশু নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। শিশুদের আলাদা করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতার কামনা করি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মানবতার মা। আমরা বিগত দিনেও দেখেছি শিশুদের ক্ষেত্রে তিনি সব সময় হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের ক্ষেত্রেও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন