নাইট কোচের যাত্রীর কাছে দেড় কোটি টাকা মূল্যের সোনার বার

 রংপুর ব্যুরো 
০৭ জুন ২০২৩, ১১:৪৩ পিএম  |  অনলাইন সংস্করণ

রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে নাইট কোচের যাত্রীর কাছ থেকে দেড় কোটি টাকা মূল্যের ১৫টি সোনার বার উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক আসলাম আলী মণ্ডল।

এ সময় ফয়সাল মৃধা (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি মুন্সীগঞ্জ সদরের দেওভোগ মৃধাবাড়ি এলাকার মৃত আবুল হোসেন ছেলে।
  
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের কাছে সোর্সের মাধ্যমে খবর আসে ঢাকা থেকে আসা একটি নাইট কোচে বড় ধরনের মাদকের চালান আসছে। এমনি খবরের উপর ভিত্তি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক আসলাম আলী মণ্ডল, এসআই আতাউর রহমানসহ অন্যান্যরা নগরীর কামার পাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে অবস্থান নেয়। বুধবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে একটি দূরপাল্লার বাস রংপুর নগরীর ঢাকা কোচ স্ট্যান্ডে আসলে সেখানে ফয়সাল মৃধা (৩৮) নামে এক যাত্রীকে বাস থেকে নামিয়ে তার শরীর তল্লাশি করা হলে তার কোমরের বেল্টের সঙ্গে বিশেষভাবে রাখা ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এ ঘটনায় সোনার বারসহ ফয়সালকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানিয়েছেন, গ্রেফতারকৃত ফয়সাল  মৃধা একজন আন্তর্জাতিক সোনা চোরাচালান দলের সদস্য। তিনি রংপুরে কোনো ব্যবসায়ীর কাছে সোনা বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন