শেওলা স্থলবন্দরের যাত্রা শুরু
স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতায় সিলেট জেলার বিয়ানীবাজারে ‘শেওলা স্থলবন্দরের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত শেওলা স্থলবন্দরটি বুধবার উদ্বোধন ঘোষণা করেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ উপলক্ষ্যে বুধবার বিকালে স্থলবন্দরে এক সুধী সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের উন্নয়ন দেখে অনেকের গাত্রদাহ হচ্ছে। বিএনপির হাঁসফাঁস শুরু হয়েছে। তারা একবার আমেরিকা যায়, আরেকবার বিভিন্ন দূতাবাসে যায়। বিভিন্ন দূতাবাস গিয়ে কোনো লাভ হবে না।
তিনি বলেন, বিএনপি যতই হাঁসফাঁস করুক না কেন, কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে আগামী দিনে কে ক্ষমতায় যাবে। সাম্রাজ্যবাদী দেশগুলো বাংলাদেশের উন্নয়ন চায়না। তারা এ দেশকে আফগানিস্তান বানাতে চায়। ড. ইউনুসের মতো মানুষকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে। বাংলার মানুষ তা কখনো মানবে না।
এ সময় বক্তব্য রাখেন শেওলা স্থলবন্দর প্রকল্প পরিচালক সারোয়ার আলম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর প্রমুখ।
শেওলা স্থলবন্দরের যাত্রা শুরু
সিলেট ব্যুরো
০৮ জুন ২০২৩, ০৪:২৮:৩৮ | অনলাইন সংস্করণ
স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতায় সিলেট জেলার বিয়ানীবাজারে ‘শেওলা স্থলবন্দরের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত শেওলা স্থলবন্দরটি বুধবার উদ্বোধন ঘোষণা করেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ উপলক্ষ্যে বুধবার বিকালে স্থলবন্দরে এক সুধী সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের উন্নয়ন দেখে অনেকের গাত্রদাহ হচ্ছে। বিএনপির হাঁসফাঁস শুরু হয়েছে। তারা একবার আমেরিকা যায়, আরেকবার বিভিন্ন দূতাবাসে যায়। বিভিন্ন দূতাবাস গিয়ে কোনো লাভ হবে না।
তিনি বলেন, বিএনপি যতই হাঁসফাঁস করুক না কেন, কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে আগামী দিনে কে ক্ষমতায় যাবে। সাম্রাজ্যবাদী দেশগুলো বাংলাদেশের উন্নয়ন চায়না। তারা এ দেশকে আফগানিস্তান বানাতে চায়। ড. ইউনুসের মতো মানুষকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে। বাংলার মানুষ তা কখনো মানবে না।
এ সময় বক্তব্য রাখেন শেওলা স্থলবন্দর প্রকল্প পরিচালক সারোয়ার আলম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023