পূবাইলে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ২২ দিনেও মামলা নেয়নি পুলিশ
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় দৈনিক যুগান্তর পূবাইল ও পূর্বাচল প্রতিনিধির বাড়িতে ডাকাতি সংঘটিত হওয়ার ২২ দিনেও মামলা নেয়নি পুলিশ। ঘটনার পর পূবাইল থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করেছিল।
গত ১৬ মে দিবাগত-রাতে নির্মাণাধীন বাড়ির চারদিকের ৯টি সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে সাংবাদিক আখতার হোসেনের নিচতলার পশ্চিম উত্তর পাশের ইউনিটের ভাড়াটিয়া সুমনের বাসার থাই জানালার লক ভেঙে প্রধান ফটক খুলে ডাকাত সদস্যরা ঘরে প্রবেশ করে। ওই সময় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ও দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে অন্য ইউনিটের বাইরের দরজা লক করে প্রাচীর টপকে পালিয়ে যায়। পরদিন ১৭ মে বিকালে ভাড়াটিয়া সুমন দাস বাদী হয়ে পূবাইল থানায় একটি ডাকাতির অভিযোগ দায়ের করে; কিন্তু ২২ দিন পার হলেও রহস্যজনকভাবে কালক্ষেপণ করছে থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই রাত ১টা ৫০ মিনিট থেকে মাত্র ১৫ মিনিট বিদ্যুৎ না থাকায় সিসি ক্যামেরা ঘেরা নির্মাণাধীন বাড়িটির ৯টি সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ডাকাত সদস্যরা। ভিডিও ফুটেজে দেখা যায়, ডাকাত দলের দুজন বাড়ির পেছন দিকের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করছেন। এ সময় বিদ্যুৎ চলে যায়। ১৫ মিনিট পর বিদ্যুৎ আসলে একযোগে ৯টি ক্যামেরার কার্যকারিতা বন্ধ হয়ে যায়। আর ভোর ৩টা ৪০ মিনিটে নির্বিঘ্নে পেছনের প্রাচীর টপকে ডাকাতেরা চলে যায়।
কালক্ষেপণ ও মামলা না নেওয়ার বিষয়ে বিভিন্ন সময় জানতে চাইলে পূবাইল মেট্রোপলিটন থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিষয়টি দেখছি।
পূবাইলে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ২২ দিনেও মামলা নেয়নি পুলিশ
গাজীপুর প্রতিনিধি
০৮ জুন ২০২৩, ১৯:০৬:১০ | অনলাইন সংস্করণ
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় দৈনিক যুগান্তর পূবাইল ও পূর্বাচল প্রতিনিধির বাড়িতে ডাকাতি সংঘটিত হওয়ার ২২ দিনেও মামলা নেয়নি পুলিশ। ঘটনার পর পূবাইল থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করেছিল।
গত ১৬ মে দিবাগত-রাতে নির্মাণাধীন বাড়ির চারদিকের ৯টি সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে সাংবাদিক আখতার হোসেনের নিচতলার পশ্চিম উত্তর পাশের ইউনিটের ভাড়াটিয়া সুমনের বাসার থাই জানালার লক ভেঙে প্রধান ফটক খুলে ডাকাত সদস্যরা ঘরে প্রবেশ করে। ওই সময় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ও দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে অন্য ইউনিটের বাইরের দরজা লক করে প্রাচীর টপকে পালিয়ে যায়। পরদিন ১৭ মে বিকালে ভাড়াটিয়া সুমন দাস বাদী হয়ে পূবাইল থানায় একটি ডাকাতির অভিযোগ দায়ের করে; কিন্তু ২২ দিন পার হলেও রহস্যজনকভাবে কালক্ষেপণ করছে থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই রাত ১টা ৫০ মিনিট থেকে মাত্র ১৫ মিনিট বিদ্যুৎ না থাকায় সিসি ক্যামেরা ঘেরা নির্মাণাধীন বাড়িটির ৯টি সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ডাকাত সদস্যরা। ভিডিও ফুটেজে দেখা যায়, ডাকাত দলের দুজন বাড়ির পেছন দিকের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করছেন। এ সময় বিদ্যুৎ চলে যায়। ১৫ মিনিট পর বিদ্যুৎ আসলে একযোগে ৯টি ক্যামেরার কার্যকারিতা বন্ধ হয়ে যায়। আর ভোর ৩টা ৪০ মিনিটে নির্বিঘ্নে পেছনের প্রাচীর টপকে ডাকাতেরা চলে যায়।
কালক্ষেপণ ও মামলা না নেওয়ার বিষয়ে বিভিন্ন সময় জানতে চাইলে পূবাইল মেট্রোপলিটন থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিষয়টি দেখছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023