নবাবগঞ্জে চোরাই গরুসহ আটক ৩
ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার রাতে চোরাই গরুসহ তিন চোরাকারবারিকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার কোমরগঞ্জ এলাকার মৃত সাহে বেপারীর ছেলে শহীদ বেপারী, বাহ্রা পশ্চিমপাড় এলাকার মৃত বারেকের ছেলে মো. পাপ্পু ও বাহ্রা পশ্চিমপাড় এলাকার বাক্কাছ মোল্লার ছেলে মো. শামীম মোল্লা।
এ বিষয়ে ঢাকার দোহার সার্কেল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বৃহস্পতিবার বেলা ১১টায় নবাবগঞ্জ থানায় গণমাধ্যম কর্মীদের বলেন, গত ২৯ মে রাতে উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর এলাকার কৃষক বিধান সরকারের (৬০) নিজ বাড়ির গোয়ালঘর হতে একটি সাদাকালো রংয়ের গাভি চুরি হয়। যার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। অনেক খোঁজাখুঁজির পর বিধান সরকার তার হারানো গাভি না পেয়ে বাছুরটিকে বিভিন্ন সময় বাড়ির বাহিরে একটি আমগাছ তলায় বেঁধে রাখেন। হঠাৎ ৩০ মে আমগাছ তলায় বেঁধে রাখা বাছুরটিও চুরি করে নিয়ে যায় আটককৃত চোর চক্র।
তিনি বলেন, বিধান সরকার নবাবগঞ্জ থানা পুলিশকে তার গাভি ও বাছুর চুরি হয়ে যাওয়ার বিষয়টি অবগত করলে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক দক্ষিণ আমীনুল ইসলামের নির্দেশনায় নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম, এসআই মো. আল আমিন ও অন্যান্য কর্মকর্তাসহ অভিযান চালিয়ে চোরাই গরুর ও তিন আসামিকে আটক করা হয়। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আটককৃত আসামিদের ঢাকায় পাঠানো হয়।
নবাবগঞ্জে চোরাই গরুসহ আটক ৩
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
০৮ জুন ২০২৩, ১৯:১৮:২৫ | অনলাইন সংস্করণ
ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার রাতে চোরাই গরুসহ তিন চোরাকারবারিকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার কোমরগঞ্জ এলাকার মৃত সাহে বেপারীর ছেলে শহীদ বেপারী, বাহ্রা পশ্চিমপাড় এলাকার মৃত বারেকের ছেলে মো. পাপ্পু ও বাহ্রা পশ্চিমপাড় এলাকার বাক্কাছ মোল্লার ছেলে মো. শামীম মোল্লা।
এ বিষয়ে ঢাকার দোহার সার্কেল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বৃহস্পতিবার বেলা ১১টায় নবাবগঞ্জ থানায় গণমাধ্যম কর্মীদের বলেন, গত ২৯ মে রাতে উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর এলাকার কৃষক বিধান সরকারের (৬০) নিজ বাড়ির গোয়ালঘর হতে একটি সাদাকালো রংয়ের গাভি চুরি হয়। যার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। অনেক খোঁজাখুঁজির পর বিধান সরকার তার হারানো গাভি না পেয়ে বাছুরটিকে বিভিন্ন সময় বাড়ির বাহিরে একটি আমগাছ তলায় বেঁধে রাখেন। হঠাৎ ৩০ মে আমগাছ তলায় বেঁধে রাখা বাছুরটিও চুরি করে নিয়ে যায় আটককৃত চোর চক্র।
তিনি বলেন, বিধান সরকার নবাবগঞ্জ থানা পুলিশকে তার গাভি ও বাছুর চুরি হয়ে যাওয়ার বিষয়টি অবগত করলে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক দক্ষিণ আমীনুল ইসলামের নির্দেশনায় নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম, এসআই মো. আল আমিন ও অন্যান্য কর্মকর্তাসহ অভিযান চালিয়ে চোরাই গরুর ও তিন আসামিকে আটক করা হয়। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আটককৃত আসামিদের ঢাকায় পাঠানো হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023