বৃষ্টির জন্য দোয়ার মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
হোমনায় অসহনীয় গরমে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হোমনা পৌরসভার ২নং বাগমারা গ্রামের হ্যালিপ্যাড মাঠে এ নামাজ আদায় করা হয়।
নামাজে হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার, বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন শামীম, মো. ইব্রাহিম, সফিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, আওয়ামী যুবলীগ নেতা জাকির হোসেন বাঘা, মো. ইব্রাহিম, আবুল খায়ের, সোহাগ সালাহ উদ্দিন, কবি দেলোয়ারসহ আশপাশের গ্রামের প্রায় পাঁচ শতাধিক মুসল্লি এতে অংশগ্রহণ করেন।
বাগমারা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ইসতিসকার নামাজে ইমামতি করেন বাগমারা ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার সাবেক মুহ্তামিম এবং আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতি নুরুজ্জামান। আলোচনা করেন মুফতি রাকিবুল ইসরাম, হাফেজ আবদুছ ছালাম, মাওরানা মো. ইসমাইল, মাওলানা আবদুল্লা কাসেমী প্রমুখ।
নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একই সঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য আল্লার দরবারে দোয়া করেন মুসল্লিরা। এ সময় মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।
মুসল্লিরা জানান, গত কয়েক দিন ধরে হোমনায় দাবদাহে পুড়ছে সব শ্রেণি-পেশার মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিমাত্রায় লোডশেডিং। প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন মানুষ।
এদিকে সকাল ১০টার দিকে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ শেষে প্রায় ২০ মিনিট পর্যন্ত দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনার সময় হালকা বাতাস বইতে শুরু করে। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে।
বৃষ্টির জন্য দোয়ার মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
০৮ জুন ২০২৩, ২৩:১৫:০৯ | অনলাইন সংস্করণ
হোমনায় অসহনীয় গরমে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হোমনা পৌরসভার ২নং বাগমারা গ্রামের হ্যালিপ্যাড মাঠে এ নামাজ আদায় করা হয়।
নামাজে হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার, বিশিষ্ট সমাজসেবক ইকবাল হোসেন শামীম, মো. ইব্রাহিম, সফিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, আওয়ামী যুবলীগ নেতা জাকির হোসেন বাঘা, মো. ইব্রাহিম, আবুল খায়ের, সোহাগ সালাহ উদ্দিন, কবি দেলোয়ারসহ আশপাশের গ্রামের প্রায় পাঁচ শতাধিক মুসল্লি এতে অংশগ্রহণ করেন।
বাগমারা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ইসতিসকার নামাজে ইমামতি করেন বাগমারা ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার সাবেক মুহ্তামিম এবং আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতি নুরুজ্জামান। আলোচনা করেন মুফতি রাকিবুল ইসরাম, হাফেজ আবদুছ ছালাম, মাওরানা মো. ইসমাইল, মাওলানা আবদুল্লা কাসেমী প্রমুখ।
নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একই সঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য আল্লার দরবারে দোয়া করেন মুসল্লিরা। এ সময় মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।
মুসল্লিরা জানান, গত কয়েক দিন ধরে হোমনায় দাবদাহে পুড়ছে সব শ্রেণি-পেশার মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিমাত্রায় লোডশেডিং। প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন মানুষ।
এদিকে সকাল ১০টার দিকে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ শেষে প্রায় ২০ মিনিট পর্যন্ত দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনার সময় হালকা বাতাস বইতে শুরু করে। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023