ট্রেনে কাটা পড়ে আ.লীগ নেতাসহ নিহত ২
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আওয়ামী লীগ নেতাসহ দুইজন মারা গেছেন। শুক্রবার সকালে আরশীনগর রেলক্রসিংয়ের অদূরে এবং বৃহস্পতিবার নরসিংদী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেছার আহমেদ রায়পুরার চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। অপর নিহত ১২ বছর বয়সি কিশোরের পরিচয় জানা যায়নি। তার বাড়ি জামালপুর জেলায় বলে জানা গেছে।
রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে আরশীনগর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী উপবন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান নেছার আহমেদ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী রেলস্টেশনে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে যায় অজ্ঞাত এক কিশোর। পরে সে ট্রেনে কাটা পড়ে। তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ট্রেনে কাটা পড়ে আ.লীগ নেতাসহ নিহত ২
নরসিংদী প্রতিনিধি
০৯ জুন ২০২৩, ২০:০৯:৩৬ | অনলাইন সংস্করণ
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আওয়ামী লীগ নেতাসহ দুইজন মারা গেছেন। শুক্রবার সকালে আরশীনগর রেলক্রসিংয়ের অদূরে এবং বৃহস্পতিবার নরসিংদী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেছার আহমেদ রায়পুরার চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। অপর নিহত ১২ বছর বয়সি কিশোরের পরিচয় জানা যায়নি। তার বাড়ি জামালপুর জেলায় বলে জানা গেছে।
রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে আরশীনগর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী উপবন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান নেছার আহমেদ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী রেলস্টেশনে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে যায় অজ্ঞাত এক কিশোর। পরে সে ট্রেনে কাটা পড়ে। তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023