ভারতে যাওয়ার সময় ৩ নারী রোহিঙ্গা আটক
কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে শুক্রবার সকালে তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। পরে দুপুরে তাদের পুলিশে দেওয়া হয়েছে।
আটকরা হলেন- উখিয়ার ক্যাম্প-১৪-এর ব্লক-সি-১-এর সৈয়দুল আমিনের স্ত্রী মিনারা বেগম (২০), ক্যাম্প-৫-এর ব্লক-বি-১-এর ইকবাল আহমদের মেয়ে ফরমিনা বেগম (২০) ও ক্যাম্প-১৪-এর ব্লক-বি-৩-এর নুর আলমের মেয়ে হামিমা বেগম (২০)।
পুলিশ জানায়, কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গা তিন নারী ও চারজন পুরুষ সদস্য কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য বৃহস্পতিবার ভোররাতে উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসেন। শুক্রবার সকাল ১০টার দিকে পুরুষরা ধলই সীমান্তের কাঁটাতার অতিক্রম করলেও নারীরা ধলই বিজিবি সদস্যদের হাতে আটক হন।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ আটকদের থানায় নিয়ে আসে। ভারতে প্রবেশের পর চারজন পুরুষ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আটক করেছে।
উখিয়ার ১৪ ও ১৬নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আঁধারে তারা ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃত তিন নারী রোহিঙ্গাকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
ভারতে যাওয়ার সময় ৩ নারী রোহিঙ্গা আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
০৯ জুন ২০২৩, ২২:০৩:৩২ | অনলাইন সংস্করণ
কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে শুক্রবার সকালে তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। পরে দুপুরে তাদের পুলিশে দেওয়া হয়েছে।
আটকরা হলেন- উখিয়ার ক্যাম্প-১৪-এর ব্লক-সি-১-এর সৈয়দুল আমিনের স্ত্রী মিনারা বেগম (২০), ক্যাম্প-৫-এর ব্লক-বি-১-এর ইকবাল আহমদের মেয়ে ফরমিনা বেগম (২০) ও ক্যাম্প-১৪-এর ব্লক-বি-৩-এর নুর আলমের মেয়ে হামিমা বেগম (২০)।
পুলিশ জানায়, কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গা তিন নারী ও চারজন পুরুষ সদস্য কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য বৃহস্পতিবার ভোররাতে উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসেন। শুক্রবার সকাল ১০টার দিকে পুরুষরা ধলই সীমান্তের কাঁটাতার অতিক্রম করলেও নারীরা ধলই বিজিবি সদস্যদের হাতে আটক হন।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ আটকদের থানায় নিয়ে আসে। ভারতে প্রবেশের পর চারজন পুরুষ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আটক করেছে।
উখিয়ার ১৪ ও ১৬নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আঁধারে তারা ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃত তিন নারী রোহিঙ্গাকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023