চট্টগ্রামের অলংকার মোড়ে অবৈধ পার্কিং, জনজীবনে দুর্ভোগ
বন্দর নগরী চট্টগ্রামের অলংকার মোড়ে সড়কেই অবৈধ পার্কিং হচ্ছে দীর্ঘদিন। এটি চট্টগ্রামের মূল হলেও দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আসা-যাওয়া ও পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক।
সরেজমিন দেখা গেছে, অলংকার থেকে সীতাকুণ্ডগামী ৮নং ও ১৭নং বাসগুলো যেন পথের কাঁটা। এসব গাড়ি সড়কে তিন লাইন করে অবৈধ পার্কিং করে রাখে, দূরপাল্লার বাস-ট্রাকও পার্কিং করে এখানে। ফুটপাত দখল করে এমন অবৈধ পার্কিংয়ে বিপর্যস্ত পথচারীরাও।
অলংকার শপিং কমপ্লেক্সের দোকানদার সাইফুল, সেলিম, আকবর, সালমানসহ অনেকেই বলেন, আমরা ব্যাংক ঋণ করে ব্যবসা বাণিজ্য করি; কিন্তু মার্কেটের সামনে মূল সড়কের মধ্যেই গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে দীর্ঘদিন। ক্রেতাদের মার্কেটে আসার পথ থাকে না। ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দোকানিরা।
শুক্রবার বন্ধের দিনেও একই অবস্থা দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহণ নেতারা জানান, অলংকারে গাড়ি রাখার কোনো পার্কিং না থাকায় বাধ্য হয়ে সড়কেই গাড়ি পার্কিং করতে হচ্ছে। তারা সরকারি পার্কিং বা ডাম্পিং করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন।
এ বিষয়ে দায়িত্বরত সার্জেন্ট কুমার বিশ্বজিৎ মজুমদার বলেন, আমরা প্রতিনিয়ত কাজ করছি। কিছু গাড়ি সড়কেই দাঁড়িয়ে থাকে। আমরা গাড়ির বিরুদ্ধে মামলাও দিচ্ছি।
পাহাড়তলীর টিআই সন্তোষ ধামেই যুগান্তরকে বলেন, চট্টগ্রামের অলংকার মোড় খুবই ব্যস্ত সড়ক। চট্টগ্রামের অলংকার মোড়ে অবৈধ পার্কিং হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রামের অলংকার মোড়ে অবৈধ পার্কিং, জনজীবনে দুর্ভোগ
পাহাড়তলী (চট্টগ্রাম) প্রতিনিধি
০৯ জুন ২০২৩, ২৩:০৭:৪০ | অনলাইন সংস্করণ
বন্দর নগরী চট্টগ্রামের অলংকার মোড়ে সড়কেই অবৈধ পার্কিং হচ্ছে দীর্ঘদিন। এটি চট্টগ্রামের মূল হলেও দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আসা-যাওয়া ও পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক।
সরেজমিন দেখা গেছে, অলংকার থেকে সীতাকুণ্ডগামী ৮নং ও ১৭নং বাসগুলো যেন পথের কাঁটা। এসব গাড়ি সড়কে তিন লাইন করে অবৈধ পার্কিং করে রাখে, দূরপাল্লার বাস-ট্রাকও পার্কিং করে এখানে। ফুটপাত দখল করে এমন অবৈধ পার্কিংয়ে বিপর্যস্ত পথচারীরাও।
অলংকার শপিং কমপ্লেক্সের দোকানদার সাইফুল, সেলিম, আকবর, সালমানসহ অনেকেই বলেন, আমরা ব্যাংক ঋণ করে ব্যবসা বাণিজ্য করি; কিন্তু মার্কেটের সামনে মূল সড়কের মধ্যেই গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে দীর্ঘদিন। ক্রেতাদের মার্কেটে আসার পথ থাকে না। ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দোকানিরা।
শুক্রবার বন্ধের দিনেও একই অবস্থা দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহণ নেতারা জানান, অলংকারে গাড়ি রাখার কোনো পার্কিং না থাকায় বাধ্য হয়ে সড়কেই গাড়ি পার্কিং করতে হচ্ছে। তারা সরকারি পার্কিং বা ডাম্পিং করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন।
এ বিষয়ে দায়িত্বরত সার্জেন্ট কুমার বিশ্বজিৎ মজুমদার বলেন, আমরা প্রতিনিয়ত কাজ করছি। কিছু গাড়ি সড়কেই দাঁড়িয়ে থাকে। আমরা গাড়ির বিরুদ্ধে মামলাও দিচ্ছি।
পাহাড়তলীর টিআই সন্তোষ ধামেই যুগান্তরকে বলেন, চট্টগ্রামের অলংকার মোড় খুবই ব্যস্ত সড়ক। চট্টগ্রামের অলংকার মোড়ে অবৈধ পার্কিং হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023