দেশে আসার পর স্ত্রীর সঙ্গে কলহ, ফাঁস দিলেন প্রবাসী

 সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 
০৯ জুন ২০২৩, ১১:৫০ পিএম  |  অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জ সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে পরিতোষ দাস (৩৫) নামের এক দুবাই প্রবাসীর আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর গ্রামে ঘটনাটি ঘটে। দেশে আসার পর থেকেই স্ত্রীর সঙ্গে ওই প্রবাসীর কলহ লেগে ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, পরিতোষ দাস সাত মাস আগে দুবাই থেকে বাংলাদেশ আসেন। তিনি আসার পর থেকেই স্ত্রী ইতি রানী দাসের সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়। শুক্রবার তিনি সবার অজান্তে বাড়ির পাশে গাছে ফাঁস দেন।

পরিতোষ দাসের বাবা পরেশ দাস গাছের সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন