বাঁধ দিয়ে নদী হত্যাকারীরা পরিবেশ-দেশের শত্রু: সুলতানা কামাল

 সিলেট ব্যুরো 
১০ জুন ২০২৩, ০১:৪৩ এএম  |  অনলাইন সংস্করণ

প্রবহমান নদীতে বাঁধ দেওয়া মানে নদীকে হত্যা করা। যারা এমন অপকর্ম করে তারা নদী হত্যাকারী। যারা এসব করে তারা শুধু পরিবেশ নয়, দেশেরও শত্রু। তাদের বিচার হওয়া উচিত।

শুক্রবার বিকালে গোয়াইনঘাট উপজেলার হিদাইরখাল নদীর উপর অবৈধভাবে নির্মিত বাঁধ অপসারণ ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে সিলেটের জৈন্তাপুরের দরবস্ত বাজারে অনুষ্ঠিত গণ-জমায়েতে তিনি প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল এসব কথা বলেন।

এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। তিনি বলেন, হিদাইরখাল প্রমত্তা এক নদী। স্বার্থান্বেষীরা ব্যক্তিস্বার্থে বাঁধ দিয়ে নদীটি হত্যা করছে। অবিলম্বে বাঁধ অপসারণ করে সেখানে একটি সেতু নির্মাণের জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও সারী নদী বাঁচাও আন্দোলন আয়োজিত গণ-জমায়েতে সভাপতিত্ব করেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

সারী নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আবদুল হাই আল হাদীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটার কিপার্স তোফাজ্জল সোহেল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের কোষাধ্যক্ষ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফাদার যোসেফ গোমেজ, পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, ঢাকার নটরডেম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোজ কুমার সেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ।

গণজমায়েতের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সারী নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম। বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সারী নদী বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন