বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

 নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি 
১০ জুন ২০২৩, ০৪:৪৮ এএম  |  অনলাইন সংস্করণ

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া বাজার ঘাট এলাকার সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. জহিরুল বেপারী নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল বেপারী (২৫) সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ইউনুস বেপারীর পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, চন্দ্রপাড়া বাজার ঘাট এলাকার সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগলে, মোটরসাইকেল চালক জহিরুল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরোহী শাহিন বেপারী নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, লাশ থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন