বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
১০ জুন ২০২৩, ০৪:৪৮ এএম | অনলাইন সংস্করণ
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া বাজার ঘাট এলাকার সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. জহিরুল বেপারী নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল বেপারী (২৫) সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ইউনুস বেপারীর পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, চন্দ্রপাড়া বাজার ঘাট এলাকার সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগলে, মোটরসাইকেল চালক জহিরুল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরোহী শাহিন বেপারী নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, লাশ থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
১০ জুন ২০২৩, ০৪:৪৮:৫৫ | অনলাইন সংস্করণ
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া বাজার ঘাট এলাকার সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. জহিরুল বেপারী নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল বেপারী (২৫) সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ইউনুস বেপারীর পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, চন্দ্রপাড়া বাজার ঘাট এলাকার সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগলে, মোটরসাইকেল চালক জহিরুল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরোহী শাহিন বেপারী নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, লাশ থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023