বাড়ির নিরাপত্তায় চারপাশে বিদ্যুতের তার, প্রাণ গেল যুবকের

 কালাই (জয়পুরহাট) প্রতিনিধি 
১০ জুন ২০২৩, ০৯:৪১ এএম  |  অনলাইন সংস্করণ

জয়পুরহাটের কালাইয়ে বাড়ির নিরাপত্তার জন্য চারপাশে বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৪৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম কালাই পৌরসভার আকন্দপাড়া মহল্লার মৃত ফজলে আকন্দের ছেলে।

জানা গেছে, ওই মহল্লার মৃত ছানাউল ইসলামের ছেলে কিনামউদ্দীন বৈদ্যুতিক লাইনের জিআই তার বাড়ির চারপাশে নিরাপত্তার জন্য বেড়া দিয়ে রাখেন। রাতে কেউ যেন তার আমগাছ থেকে আম চুরি এবং তার বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে সে কারণে তিনি এ ব্যবস্থা করেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে শরিফুল ইসলাম কাজের মজুরির টাকার জন্য কিনামউদ্দীনের বাড়িতে গেলে বৈদ্যুতিক লাইনের জিআই তারের সঙ্গে জড়ালে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাড়ির মালিক কিনামউদ্দীন পলাতক রয়েছেন।

কালাই থানার ওসি এসএম মঈনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন