শেষ দিনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
বিজিবির সদস্যরা শুক্রবার বিকাল থেকে নগরে টহল দিতে শুরু করেছেন। এছাড়া প্রচারণার শেষ দিনে শনিবার ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের মন জয়ে প্রার্থীরা চালিয়েছেন নানা কর্মসূচি। লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে করেছেন ভোট প্রার্থনা।
এদের মধ্যে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বিকালে নৌকার পক্ষে নগরীতে বিশাল শোডাউন করে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা। এতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাসিমসহ অন্যরা।
এরপর জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস নগরীতে বিশাল একটি শোডাউন করেন। অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ শোডাউন।
ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সমর্থকরাও অশ্বিনী কুমার হলের সামনে উপস্থিত হয়ে তাদের অবস্থানের জানান দেন। তবে মিছিল করতে চাইলে হাতপাখার লোকজনকে বাধা দেয় পুলিশ। তাদের কর্মসূচি করার অনুমতি ছিল না বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও যার যার এলাকায় শোডাউন করে। সবমিলিয়ে আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন বরিশাল পরিণত হয় শোডাউনের নগরীতে।
এর আগে শনিবার দুপুরে নগরীর নবগ্রাম রোডে গণসংযোগ করেছেন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত। এ সময় তিনি বলেন, বরিশালের সার্বিক উন্নয়নের জন্য নৌকা মার্কার বিকল্প নেই। নির্বাচনে বিজয়ী হলে বরিশালকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে। নাগরিক সুবিধা নিশ্চিতে সিটি করপোরেশনকে নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেব। জনগণের জীবনমানের উন্নয়ন হবে। তাই নগরীর উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
নগরীর ভাটারখাল এলাকায় গণসংযোগকালে তাপস সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে সংশয় কাটেনি। শুক্রবার রাতে ০১ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদককে হুমকি দিয়েছেন অজ্ঞাত ব্যক্তিরা। তারা বলেছেন, ‘কেন্দ্রে গেলে মেরে ফেলব। ’ খবর পেয়েছি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে রসুলপুরের বাসিন্দাদের দুই হাজার টাকা করে দিচ্ছে। নৌকার পক্ষে প্রশাসন কাজ করছে। আওয়ামী লীগের প্রার্থীই চায় না বরিশালে সুষ্ঠু ভোট হোক।
ভোটের মাঠের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন দুপুরে বরিশাল প্রেস ক্লাবে ৩০ দফা ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি বরিশালের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এসময় তিনিও নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
শেষ দিনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
বরিশাল ব্যুরো
১০ জুন ২০২৩, ২৩:২১:৫৬ | অনলাইন সংস্করণ
বিজিবির সদস্যরা শুক্রবার বিকাল থেকে নগরে টহল দিতে শুরু করেছেন। এছাড়া প্রচারণার শেষ দিনে শনিবার ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের মন জয়ে প্রার্থীরা চালিয়েছেন নানা কর্মসূচি। লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে করেছেন ভোট প্রার্থনা।
এদের মধ্যে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বিকালে নৌকার পক্ষে নগরীতে বিশাল শোডাউন করে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা। এতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাসিমসহ অন্যরা।
এরপর জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস নগরীতে বিশাল একটি শোডাউন করেন। অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ শোডাউন।
ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সমর্থকরাও অশ্বিনী কুমার হলের সামনে উপস্থিত হয়ে তাদের অবস্থানের জানান দেন। তবে মিছিল করতে চাইলে হাতপাখার লোকজনকে বাধা দেয় পুলিশ। তাদের কর্মসূচি করার অনুমতি ছিল না বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও যার যার এলাকায় শোডাউন করে। সবমিলিয়ে আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিন বরিশাল পরিণত হয় শোডাউনের নগরীতে।
এর আগে শনিবার দুপুরে নগরীর নবগ্রাম রোডে গণসংযোগ করেছেন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত। এ সময় তিনি বলেন, বরিশালের সার্বিক উন্নয়নের জন্য নৌকা মার্কার বিকল্প নেই। নির্বাচনে বিজয়ী হলে বরিশালকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে। নাগরিক সুবিধা নিশ্চিতে সিটি করপোরেশনকে নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেব। জনগণের জীবনমানের উন্নয়ন হবে। তাই নগরীর উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
নগরীর ভাটারখাল এলাকায় গণসংযোগকালে তাপস সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে সংশয় কাটেনি। শুক্রবার রাতে ০১ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদককে হুমকি দিয়েছেন অজ্ঞাত ব্যক্তিরা। তারা বলেছেন, ‘কেন্দ্রে গেলে মেরে ফেলব। ’ খবর পেয়েছি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে রসুলপুরের বাসিন্দাদের দুই হাজার টাকা করে দিচ্ছে। নৌকার পক্ষে প্রশাসন কাজ করছে। আওয়ামী লীগের প্রার্থীই চায় না বরিশালে সুষ্ঠু ভোট হোক।
ভোটের মাঠের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন দুপুরে বরিশাল প্রেস ক্লাবে ৩০ দফা ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি বরিশালের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এসময় তিনিও নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023