রাজশাহীর জনগণ নৌকায় ঐক্যবদ্ধ: লিটন
প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ২০:১৫ | অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো

আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বিএনপি নেতা সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহীর উন্নয়নে ব্যর্থ হয়েছেন। এ জন্য রাজশাহীর মানুষ তার ওপর ক্ষুব্ধ।
তিনি বলেন, রাজশাহীর উন্নয়নের স্বার্থে সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। যেখানেই যাচ্ছি নৌকার পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। এককথায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় লিটন এসব কথা বলেন।
তিনি বলেন, রাজশাহীর মানুষ বুঝে গেছে, কাকে দিয়ে উন্নয়ন সম্ভব। তাই তারা আগামীতে আর কোনো ভুল করতে চান না। এ জন্য রাজশাহীর জনগণ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন।
মেয়রপ্রার্থী লিটন বলেন, রাজশাহীর উন্নয়নে শিল্পায়ন করা হবে। ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া হবে। রাজশাহীকে মেগা সিটি হিসেবে গড়ে তোলা হবে। আবারো ঝকঝকে চকচকে নগরী হিসাবে রাজশাহীকে গড়ে তোলা হবে। সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর রাজশাহী গড়তে চাই। এ জন্য সবার সহযোগিতা ও ভোট প্রয়োজন। দলমত-নির্বিশেষে রাজশাহীর উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দিন।