Logo
Logo
×

সারাদেশ

রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ পিএম

রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আইয়ুব (৩৫) নামে এক সহকারী মাঝিকে (রোহিঙ্গা নেতা) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উখিয়ার ১৮নং ক্যাম্পের ব্লক-এইচ/৫৬ এর কোডেক স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আইয়ুব ১৮নং ক্যাম্পের সাব-মাঝি হিসেবে দায়িত্বে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি। তিনি জানান, আইয়ুব মাঝি আরসাবিরোধী ছিলেন। মঙ্গলবার বিকালে ঘরে ফেরার পথে ১৫-২০ জনের একটি দুষ্কৃতকারী দল তাকে কুপিয়ে চলে যায়। এতে সাব-মাঝি আইয়ুব ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। এ মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম