কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আইয়ুব (৩৫) নামে এক সহকারী মাঝিকে (রোহিঙ্গা নেতা) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে উখিয়ার ১৮নং ক্যাম্পের ব্লক-এইচ/৫৬ এর কোডেক স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আইয়ুব ১৮নং ক্যাম্পের সাব-মাঝি হিসেবে দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি। তিনি জানান, আইয়ুব মাঝি আরসাবিরোধী ছিলেন। মঙ্গলবার বিকালে ঘরে ফেরার পথে ১৫-২০ জনের একটি দুষ্কৃতকারী দল তাকে কুপিয়ে চলে যায়। এতে সাব-মাঝি আইয়ুব ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। এ মুহূর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে।