চট্টগ্রামে জশনে জুলুছ ২৮ সেপ্টেম্বর
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামে এবারো আয়োজন হবে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুছ। আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৫১তম এই জুলুছে নেতৃত্ব দেবেন পাকিস্তানের ছিরিকোট দরবার শরীফের পীর, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ)।
বৃহস্পতিবার আয়োজক সংস্থা আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সংবাদ সম্মেলন করে প্রস্তুতির বিষয়ে গণমাধ্যমকে অবহিত করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় ষোলশহর আলমগীর খানকাহ শরীফ থেকে জুলুস বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুছ ময়দানে মাহফিলে মিলিত হবে। এখানে সালাতু সালাম ও মোনাজাত শেষে জুলুসের সমাপ্তি হবে। এতে কয়েক লাখ মানুষের সমাগম হবে।
এর তিন দিন আগে ২৫ সেপ্টেম্বর একই সংস্থার আয়োজনে রাজধানী ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা থেকেও জুলুছ বের করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনজমুান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জুলুছ সফল করতে প্রশাসন, গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারি ও জুলুছ সাব-কমিটির আহবায়ক মোহাম্মদ সামশুদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুল আলম, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, অধ্যক্ষ আল্লামা হাফেজ মুহাম্মদ আবদুল আলীম রেজভী, পিএইচপি ফ্যামিলির প্রতিনিধি মুহাম্মদ দিলশাদ, অধ্যাপক আবু তালেব বেলাল, এরশাদ খতিবী প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বেসরকারি পর্যায়ের সর্ববৃহৎ আয়োজন জশনে জুলুছ। চট্টগ্রামের জুলুছটি বিশ্বের সর্ববৃহৎ জুলুছ ও ঐতিহ্য হিসেবে পরিগণিত হচ্ছে। যেখানে নবীপ্রেমিক কয়েক লাখ মানুষ অংশ নেন।
১৯৭৪ থেকে চট্টগ্রামে সর্বপ্রথম 'জশনে জুলুছ' আরম্ভ হলেও বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এবং বিশ্বের বিভিন্ন দেশে এর অনুকরণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলুছ উদযাপন করা হয়।
চট্টগ্রামে জশনে জুলুছ ২৮ সেপ্টেম্বর
চট্টগ্রাম ব্যুরো
২১ সেপ্টেম্বর ২০২৩, ২১:০২:২১ | অনলাইন সংস্করণ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামে এবারো আয়োজন হবে বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুছ। আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৫১তম এই জুলুছে নেতৃত্ব দেবেন পাকিস্তানের ছিরিকোট দরবার শরীফের পীর, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ)।
বৃহস্পতিবার আয়োজক সংস্থা আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সংবাদ সম্মেলন করে প্রস্তুতির বিষয়ে গণমাধ্যমকে অবহিত করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় ষোলশহর আলমগীর খানকাহ শরীফ থেকে জুলুস বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুছ ময়দানে মাহফিলে মিলিত হবে। এখানে সালাতু সালাম ও মোনাজাত শেষে জুলুসের সমাপ্তি হবে। এতে কয়েক লাখ মানুষের সমাগম হবে।
এর তিন দিন আগে ২৫ সেপ্টেম্বর একই সংস্থার আয়োজনে রাজধানী ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা থেকেও জুলুছ বের করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনজমুান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জুলুছ সফল করতে প্রশাসন, গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারি ও জুলুছ সাব-কমিটির আহবায়ক মোহাম্মদ সামশুদ্দিন, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুল আলম, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, অধ্যক্ষ আল্লামা হাফেজ মুহাম্মদ আবদুল আলীম রেজভী, পিএইচপি ফ্যামিলির প্রতিনিধি মুহাম্মদ দিলশাদ, অধ্যাপক আবু তালেব বেলাল, এরশাদ খতিবী প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বেসরকারি পর্যায়ের সর্ববৃহৎ আয়োজন জশনে জুলুছ। চট্টগ্রামের জুলুছটি বিশ্বের সর্ববৃহৎ জুলুছ ও ঐতিহ্য হিসেবে পরিগণিত হচ্ছে। যেখানে নবীপ্রেমিক কয়েক লাখ মানুষ অংশ নেন।
১৯৭৪ থেকে চট্টগ্রামে সর্বপ্রথম 'জশনে জুলুছ' আরম্ভ হলেও বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এবং বিশ্বের বিভিন্ন দেশে এর অনুকরণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলুছ উদযাপন করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023