নদীতে খড়া জালে ধরা পড়ল ৭ কেজি ওজনের চিতল

 কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ পিএম  |  অনলাইন সংস্করণ

রংপুরের কাউনিয়ায় ছোট মানাস নদীতে শৌখিন মাছ শিকারির খড়া জালে ধরা পড়ল ৭ কেজি ওজনের চিতল মাছ। মঙ্গলবার রাতে মাছটি জালে ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতার ভিড় জমে যায়।

হারাগাছ ইউনিয়নের সোনাতন চীলমারী টারী গ্রামের বাসিন্দা শৌখিন মাছ শিকারি কাউনিয়া উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. লুৎফর রহমান লিখন বাড়ির পাশে মানাস নদীতে খড়া জাল পেতে মাছ ধরতে যান। মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে তার খড়া জালে একটি বড় আকারের চিতল মাছ ধরা পড়ে। মাছটি বাড়িতে নিয়ে এসে ওজন করে ৭ কেজি হয়। ছোট মানাস নদীতে ইতোপূর্বে এত বড় চিতল মাছ আর কখনো ধরা পড়েনি।

উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. লুৎফর রহমান লিখন বলেন, বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট মানাস নদীতে মাঝে মধ্যে খড়া জাল পেতে মাছ শিকার করেন তিনি। কিন্তু তার জালে ইতোপূর্বে এত বড় মাছ ধরা পড়েনি। পরে তিনি মাছটি কেটে ভাগ করে নিকটাত্মীয় স্বজনদের মাঝে বণ্টন করে দেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন