মহাসড়কে অটোচালককে পিটিয়ে হত্যা

 চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 
০৪ অক্টোবর ২০২৩, ০৭:৫৯ পিএম  |  অনলাইন সংস্করণ

চাটখিল- ঢাকা মহাসড়কে যানজট সৃষ্টি করার প্রতিবাদ করায় সাখায়েত উল্যা (৫২) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে চাটখিল-ঢাকা মহাসড়কের মোস্তান নগর নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ রাতেই অভিযুক্ত রাজু ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে।

নিহত সাখায়েত পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, নিহত সাখায়েত উল্যা মঙ্গলবার রাত ১০টার দিকে চাটখিল থেকে অটো নিয়ে নিজ বাড়ি ভাওর যাচ্ছিলেন। পথে মোস্তান নগর নামক স্থানে কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা মহাসড়কে এলোমেলো করে রাখায় সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় সাখায়েত অটো থেকে নেমে যানজট সৃষ্টি করার প্রতিবাদ করে। এ সময় অটোরিকশা চালকরা প্রথমে সাখায়েতের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। 

এক পর্যায়ে অটোরিকশাচালক রাজু, মুন্না, জাহাঙ্গীরসহ অন্যরা সাখায়েতকে কিল ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, সাখায়েতকে হত্যার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন