ঢাকা-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বীর মুক্তিযোদ্ধা করম আলী

 যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ 
২১ নভেম্বর ২০২৩, ১০:০৬ পিএম  |  অনলাইন সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা দোহার উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা করম আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমানের কার্যালয় থেকে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে করম আলী বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করার লক্ষ্যে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বর্তমান সরকারের অন্যতম শরিক দল হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে দেশের উন্নয়নে কাজ করে চলেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় ও মহাজোটের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভোটে অংশগ্রহণ করব।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা জেলা কমিটির সভাপতি আব্দুল বারেক, নবাবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ আব্দুল মান্নান, পীরজাদা শাহ মোহাম্মদ আসাদুল্লা, নাসির উদ্দিন বাহার, অভিমান্য সরকার প্রমুখ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : দ্বাদশ সংসদ নির্বাচন

জেলার খবর
অনুসন্ধান করুন