Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইল-২ আসনে মনোনয়ন কিনলেন ছোট মনির

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১০:০৯ পিএম

টাঙ্গাইল-২ আসনে মনোনয়ন কিনলেন ছোট মনির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে মনোনয়নপত্র কিনলেন ছোট মনির। মঙ্গলবার বেলা ১১টায় সহকারী রিটার্নিং অফিসার ও ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র ক্রয় করেন তার প্রতিনিধি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য ছোট মনিরের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন তার বড় ভাই টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির।

এ সময় উপস্থিত ছিলেন- তার পিতা অ্যাডভোকেট আব্দুল গফুর, ভূঞাপুরের সাবেক পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম মোহন, সম্পাদক তাহেরুল ইসলাম তোতাসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম