অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে গলা কেটে হত্যা

 কুমিল্লা ব্যুরো 
২১ নভেম্বর ২০২৩, ১০:২৪ পিএম  |  অনলাইন সংস্করণ

কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে গলা কেটে হত্যার ঘটনার ঘাতক নাজমুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাজমুল হোসেন (২৫) জেলার বরুড়া উপজেলার ইলাশপুর এলাকার নজির মিয়ার ছেলে। নিহত অটোরিকশা চালক মেহেদী হাসান (১২) একই উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের বাঁশতলী এলাকার আবুল কাশেমের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, গত রোববার ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মেহেদীর অটোরিকশা ভাড়া করেন ঘাতক নাজমুল। পরে লালমাই পাহাড়ের ঝোপের ভেতর নিয়ে ওই চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে নাজমুল শ্বশুরবাড়ি দাউদকান্দি উপজেলার গৌরীপুর চলে যান।

তিনি জানান, যথাসময়ে বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বজনরা। মোবাইল টেকনোলজির মাধ্যমে নাজমুলের অবস্থান শনাক্ত করে শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লালমাই পাহাড়ের জঙ্গলের ভেতর থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন