পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ৩১ জুলাই ২০১৮, ২০:২৪ | অনলাইন সংস্করণ
সমুদ্রে ডুবে যাওয়া জেলেদের মধ্যে পাঁচ জেলেকে উদ্ধার করে তাদের দিয়ে সুন্দরবনকেন্দ্রিক সাগরে দস্যুতা করানো সেই জেলেদের ফেরত দিয়েছে জলদস্যু বাহিনী।
ফেরত আসা জেলেরা হলেন, পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের খাইরুল ইসলাম, মাসুম মিয়া, রিপন, রাসেল ও বাগেরহাটের সেরাজ মিস্ত্রী।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে সুন্দরবন থেকে মোংলা এলাকার নদীর পাড়ে তাদের রেখে যায় ছোটভাই বাহিনী।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
মোস্তফা চৌধুরী জানান, ২১ জুলাই সাগরে ঝড়ের কবলে ডুবে যাওয়া ট্রলারের মধ্যে ওই পাঁচ জেলেকে ভাসমান অবস্থায় জলদস্যু ছোট ভাই বাহিনী উদ্ধার করে, পরে তাদের দ্বারা অপর জেলেদের মুক্তিপণের দাবিতে অপহরণের কাজে লিপ্ত হতে বাধ্য করে। পরে র্যাব-৬ এর অভিযানের টের পেয়ে ওই বাহিনী ৫ জেলেকে মংলার কাছাকাছি নদীর পাড়ে তাদের ছেড়ে দেয়। এ সময় ওই জলদস্যু বাহিনী তাদের বিরুদ্ধে কথা না বলার জন্য জেলেদের ১০ হাজার টাকা দিয়ে দেয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯