দুই লাখ ভোটের ব্যবধানে জয়ী ফাহমী গোলন্দাজ বাবেল
ময়মনসিংহ দক্ষিণ ও পাগলা (ময়মনসিংহ) থানা প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৬:১১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে দুই লাখেরও বেশি ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গত দুইবারের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল।
এ আসনে মোট ভোটকেন্দ্র ১১১টি। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে ফাহমী গোলন্দাজ বাবেল (নৌকা) ২ লাখ ১৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন (ট্রাক) ৭ হাজার ৫১৯ ভোট পেয়েছেন। জাতীয় পাটির প্রার্থী মো. নাজমুল হক (লাঙ্গল) পেয়েছেন ৪ হাজার ২৭৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী কায়সার আহমেদ (ঈগল) পেয়েছেন ৩ হাজার ২৫০ ভোট, দ্বীন ইসলাম (মাছ) পেয়েছেন ৩ হাজার ৯৩ ভোট।
রোববার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
ফাহমী গোলন্দাজ বাবেল দশম ও একাদশ সংসদ নির্বাচনে এ আসন (ময়মনসিংহ-১০, গফরগাঁও) থেকে এমপি নির্বাচিত হন। ২০০৯ সালে গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
