মাগুরায় ইয়াবাসহ ভূমি অফিসের কর্মচারী আটক
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৩ পিএম
মাগুরায় ৩০ পিস ইয়াবাসহ সঞ্জয় বিশ্বাস নামে এক যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ। রোববার রাতে শালিখা উপজেলার তিলখড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সঞ্জয় বিশ্বাস মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অফিস সহায়ক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শালিখা উপজেলার তিলখড়ি গ্রামে সঞ্জয় বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস আমদানি নিষিদ্ধ অবৈধ ইয়াবা এবং নগদ ১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের শুধাংশু বিশ্বাসের পুত্র।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, এ ঘটনায় থানায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।