তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ১৭ আগস্ট ২০১৮, ১১:৪৮ | অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৩০০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বিশ্বম্ভরপুরের শীলডুয়ার গ্রামের মৃত খুরশীদ আলীর ছেলে নুরুল ইসলাম ও গণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে লিটন মিয়া।
সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ফয়সল আহমদ জানান, তার নেতৃত্বে বিশ্বম্ভরপুরের সীমান্ত সড়ক গামারীতলা থেকে বৃহস্পতিবার রাতে ভারতীয় মদের চালানসহ নুরুল ইসলাম ও লিটনকে গ্রেফতার করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯