ফেনী প্রতিনিধি ১৯ আগস্ট ২০১৮, ০০:১৬ | অনলাইন সংস্করণ
৩০ হাজার পিস ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক এএসআইকে আটক করেছে র্যাব।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-মীরসরাইয়ের বারইয়ারহাট সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী পুলিশের স্টিকার লাগানো একটি মোটরসাইকেল সন্দেহবশত থামিয়ে তল্লাশি করা হয়।
একপর্যায়ে মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
র্যাব জানায়, আবুল বাশার কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিবি পুলিশের এএসআই হিসেবে কর্মরত রয়েছেন। তিনি কুমিল্লার দেবিদ্বার থানার বৈশারকোর্ট এলাকার আবদুল হামিদ মাস্টারের ছেলে।
ফেনীর র্যাব-৭-এর ক্যাম্প কোম্পানি কমান্ডার সাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, এর আগেও এএসআই আবুল বাশার একাধিকবার ইয়াবা চালান করেন বলে স্বীকার করেছেন। তিনি ইয়াবার চালান ফেনী ও কুমিল্লার বিভিন্ন মাদক ব্যবসায়ীর হাতে পৌঁছে দিতেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯