Logo
Logo
×

সারাদেশ

নিজের পাতা ফাঁদে মারা গেলেন কৃষক

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১১:০০ পিএম

নিজের পাতা ফাঁদে মারা গেলেন কৃষক

বরিশালের গৌরনদীতে ধানখেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সেকান্দার শরীফ (৬৩) নামের এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর শরিকল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সেকান্দার ওই গ্রামের মৃত ইসমাইল শরীফের ছেলে।

মৃতের স্বজনরা জানান, ইঁদুর মারার জন্য সোমবার রাতে কৃষক সেকান্দার শরীফ বসত ঘর থেকে নিজের ১০ শতাংশ জমির ধানখেতে জিআই তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। ভুলবশত বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে মঙ্গলবার দুপর ১২টার দিকে সেকান্দার ধানখেতে কাজ করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, মৃত ওই কৃষক নিজের ভুলের জন্য মারা যাওয়ায় তার স্ত্রী আনোয়ারা বেগমসহ স্বজনরা কোনো অভিযোগ দিতে রাজি হননি। তাই ময়নাতদন্ত ছাড়াই মৃতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম