সাভারে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়
যুগান্তর প্রতিবেদন (ঢাকা উত্তর )
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৫:১৯ এএম
ছবি: সংগৃহীত
সাভারে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের সময় হাতেনাতে রাতুল ইসলাম রামিম নামের এক যুবককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় জীবন রহমান নামে অভিযুক্ত অপর এক যুবক পলাতক রয়েছে।
সোমবার রাতে সাভার থানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতার রাতুল ইসলাম রামিম সাভার পৌরসভার গেন্ডা এলাকার বাসিন্দা এবং সাভার সিটি সেন্টার শপিং কমপ্লেক্সের দর্জিবাড়ি নামের একটি ফ্যশন হাউজের ম্যানেজার পদে কর্মরত। অপর অভিযুক্ত জীবন রহমান সাভারের উত্তরপাড়া এলাকার বাসিন্ধা তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।