চট্টগ্রামে ট্রাকচাপায় নারী পোশাককর্মীর মৃত্যু
পাহাড়তলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০২:২৯ পিএম
চট্টগ্রাম নগরের অলংকারের বিটেক মোড় এলাকায় ট্রাকচাপায় পোশাক কারখানার এক নারীকর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ঝুমুর আক্তার (১৮)।
বুধবার সকালে অটোরিকশাযোগে অফিসে যাওয়ার পথে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক ওই শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত ঝুমুর ভোলা জেলার মনপুরা থানার সরগডিয়া গ্রামের নাছির বারির মেয়ে। তিনি পাহাড়তলী থানার আওতাধীন সালাম ব্রাদার্স গার্মেন্টসে কর্মরত ছিলেন।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ যুগান্তরকে বলেন, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘাতক গাড়িটি আটক করে ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পাহাড়তলী থানার এসআই সুবীর বিক্রমের নেতৃত্বে একটি টিম গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মামলা রুজু করা হবে বলেও জানিয়েছেন তিনি।